fbpx

অক্ষয়ের শুটিং ফ্লোরে বড় দুর্ঘটনা, নিহত ১

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সিনেমার শুটিং ফ্লোরে বড় দুর্ঘটনার ঘটনা ঘটেছে। শুটিং চলার সময় দুর্গ থেকে পড়ে মৃত্যু হয়েছে ইউনিটের এক কর্মীর। দুর্ঘটনার পর আহত অবস্থায় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলেও ১০ দিন চিকিৎসার পর মারা যান ওই কর্মী।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলাপুরে পানালা দুর্গে। সেখানে অক্ষয় কুমার অভিনীত মারাঠি ছবি ‘বেদাত মরাঠে বীর দৌদলে সাত’ ছবির শুটিং চলছিল।

জানা গেছে, শুটিংয়ে ব্যবহৃত ঘোড়ার যত্নের জন্য রাখা হয়েছিল ইউনিট কর্মী নাগেশ প্রশান্ত খোবারকে। হঠাৎই তিনি পড়ে যান পানালা দুর্গের সজ্জা কোঠি থেকে।

প্রসঙ্গত, পৃথ্বীরাজ চৌহানের পর এবার ‘শিবাজি’! বড়পর্দায় ফের ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার। তবে এবার আর হিন্দি ছবি নয়, মারাঠি ছবিতে শিবাজির চরিত্রে দেখা যাবে বলিউডের খিলাড়িকে। ছবির পরিচালক মহেশ মঞ্জেকর।

এই ছবি নিয়ে অক্ষয় জানিয়েছেন, ‘বহুদিন ধরে শিবাজির চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল। সেই স্বপ্ন এবার সত্যি হতে চলেছে।’

Advertisement
Share.

Leave A Reply