fbpx

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ পাবেন যেভাবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রায় দুই মাস পর শুরু হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম। অপেক্ষার প্রহর শেষ হলো ১৫ লাখেরও বেশি মানুষের। ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড টিকার রপ্তানি বন্ধ থাকায় প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ রেখেছিল স্বাস্থ্য অধিদপ্তর।

২ অগাস্ট থেকে ঢাকা এবং ঢাকা বিভাগের সকল জেলায় টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। অগাস্টের সাত তারিখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ পাবে সারাদেশের মানুষ। যারা ইতোমধ্যে দ্বিতীয় ডোজের নিশ্চিত ক্ষুধে বার্তা পেয়েছেন, তারা সেটি দেখালেই মিলবে টিকা।

টিবি হাসপাতালের সহকারী পরিচালক আয়শা আক্তার বিবিএস বাংলাকে বলেন, প্রথম ডোজ যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছে, সে কেন্দ্র থেকেই নিতে হবে দ্বিতীয় ডোজ। তা না হলে ভ্যাকসিন সার্টিফিকেটসহ পড়তে হতে পারে নানা জটিলতায়।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী শুরু হয় গণটিকা কার্যক্রম। ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেয়ার নিয়মের কথা জানিয়েছিলো স্বাস্থ্য বিভাগ। ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করা যায়নি বলে নিয়ম মানা সম্ভব হয়নি। তাতে কোন ক্ষতির কথা বলছেনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১২ সপ্তাহ বিরতিতেও নেওয়া যাবে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ। তাতে টিকার কার্যক্ষমতা কমবে না।

Advertisement
Share.

Leave A Reply