fbpx
BBS_AD_BBSBAN
২৯শে সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই আশ্বিন ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

অগ্নিকাণ্ডে রোহিঙ্গারা জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে   

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গারা জড়িত থাকলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৪ মার্চ) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরে তিনি বালুখালীর ৯ নম্বর ক্যাম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডে যারা ঘর হারিয়েছেন, আপাতত তাদের ভাসানচরে নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে কেউ যদি স্বেচ্ছায় ভাসানচরে যেতে চায়,তাহলে তাদের সেখানে পাঠানো হবে। আর ক্ষতিগ্রস্তদের এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

পাশাপাশি এ ঘটনায় স্থানীয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকেও সহযোগিতার আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কক্সবাজার-৩ আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার র‍্যাব -১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদসহ অন্য কর্মকর্তারা।

উল্লেখ্য, গত সোমবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Advertisement
Share.

Leave A Reply