অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মহাখালীর সাততলা বস্তির কেউ অভুক্ত থাকবে না এমনটাই জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর সহায়তায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
৭ জুন (সোমবার) দুপুরে মহাখালীতে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সাততলা বস্তি পরিদর্শনকালে মেয়র আতিকুল এ কথা জানান।
সাততলা বস্তিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য নগদ ৫ হাজার টাকা, তিন বেলা খাবার, ঢেউটিন এবং প্রায় ২ হাজার টাকার শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান ডিএনসিসি মেয়র।

অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সাততলা বস্তি পরিদর্শন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
এ সময় মেয়র বলেন, ‘বস্তিবাসীরা আমাদের অবিচ্ছেদ্য অংশ। তাই তাদেরকে উচ্ছেদ নয়, পুনর্বাসনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে’।