fbpx

অজগর সাপ এবার লোকালয়ে!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চাঁদপুরের একটি গ্রামের লোকালয়ে অস্তিত্ব মিললো এবার অজগর সাপের!

গতকাল বুধবার (০২ জুন) দুপুরে জেলার কচুয়া উপজেলার অভয়পাড়া গ্রামে প্রায় পাঁচ হাত লম্বা এবং আট কেজি ওজনের অজগর সাপটি একটি পুকুরে ধরা পড়ে।

এর আগে, গ্রামের এক কৃষকের বাড়ির পাশের একটি গাছে অজগর সাপটিকে ঝলন্ত অবস্থায় দেখতে পায় মানিক নামে এক যুবক। কৌতূহলী হয়ে সে গাছের নিচে যাওয়া মাত্রই সাপটি পাশের পুকুরের পানিতে নেমে পড়ে। মানিকের ডাকে আশপাশের অনেকেই সেখানে ছুটে গেলেও পানিতে নেমে পড়ায় অজগর সাপটিকে তখন কেউ দেখতে পায় না।

এক পর্যায়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতায় পুকুরে জাল ফেলে এক ঘণ্টার চেষ্টায় ধরা হয় সাপটিকে।

মানিক জানায়, সাপটিকে দেখতে পাওয়ার সাথে সাথেই সে তার মোবাইলে ছবি তুলে নেয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউনুস উল্লাহ সংবাদমাধ্যমকে জানান, গত তিন দশকের মধ্যে গ্রামের ঝোপঝাড়ে এই প্রথম অজগর সাপের অস্তিত্ব পাওয়া গেছে। এর আগে সেখানে বনবিড়াল, শেয়াল, বেজিসহ অন্যান্য জাতের সাপ দেখা গেলেও এ ঘটনা একেবারেই বিরল বলে জানান তিনি।

অজগর সাপটি জাল দিয়ে ধরার পর উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও স্থানীয় বন বিভাগকে জানানো হয়েছে বলেও নিশ্চিত করেন ইউনুস উল্লাহ।

বন বিভাগের চাঁদপুর জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ বিষয়ে জানান, অজগর সাপটি উদ্ধারের খবর তিনি পেয়েছেন। একে অক্ষত অবস্থায় সরকারি কোনো উদ্যানে রাখার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুমিল্লার লালমাই পাহাড় থেকে খাবারের সন্ধানে বা পথ হারিয়ে অজগরটি লোকালয়ে চলে এসেছে।

Advertisement
Share.

Leave A Reply