fbpx

অনন্তলোকে মনু মুখোপাধ্যায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২০ যেন নক্ষত্র পতনের বছর! ফের ঝরে গেলেন টালিউডের আরেক নক্ষত্র। চলে গেলেন কলকাতার বিখ্যাত অভিনেতা মনু মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। নিজ বাড়িতেই ছিলেন শয্যাশায়ী। অবশেষে রবিবার না ফেরার দেশে চলে গেলেন ৯০ বছর বয়সী এই অভিনেতা।

সত্যজিৎ রায় পরিচালিত ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে ভণ্ড বাবাজী ‘মছলিবাবা’র চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। দুই বাংলাতেই তিনি জনপ্রিয়।

তার আসল নাম সৌরেন্দ্রনাথ হলেও, মনু নামেই তিনি বিখ্যাত ছিলেন। মনু তার ডাকনাম। ডাকনামেই তিনি সিনেমা জগতে পরিচিতি লাভ করেন।

মনু মুখোপাধ্যায় ১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে ছিলেন থিয়েটার কর্মী। তার প্রথম ছবি মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’ মুক্তি পায় ১৯৫৯ সালে।

তিনি অভিনয় করেছেন মৃণাল সেনের ‘মৃগয়া’, সত্যজিৎ রায়ের ‘জয়বাবা ফেলুনাথ’, ‘গণশত্রু ’ ছবিতে। এছাড়াও ‘সাহেব’, ‘প্রতিদান’সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান মনু।

তার প্রয়াণে শোকগ্রস্ত আজ পুরো টালিউড পরিবার। আর পড়বে না যার পায়ের চিহ্ন ফিল্ম সেটে।

Advertisement
Share.

Leave A Reply