fbpx

অনন্ত ৪০ বর্ষা ১০ লাখ, কেনো এই বৈষম্য

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এবার নিজের পারিশ্রমিক নিয়ে নতুন আলোচনায় আসলেন অনন্ত জলিল। ঢাকাই সিনেমার এই আলোচিত অভিনেতা ও প্রযোজক জানান ‘কিল হিম’ নামে একটি চলচ্চিত্রের জন্য তিনি ৪০ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন। আর তার স্ত্রী ও সিনেমার সহঅভিনেত্রী বর্ষা নিচ্ছেন দশ লাখ।

অনন্ত ৪০ আর বর্ষা ১০ লাখ! কেন এই আকাশ পাতাল বৈষম্য? প্রশ্ন থেকে যায় অনেকের মনে।

এর আগে শাকিব খান ৪০ লাখ টাকা পারিশ্রমিক নিতেন বলে শোনা গেলেও ছবিটির পরিচালক ইকবাল জানান অনন্ত জলিলই বাংলাছবির ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়লেন।

৩ সেপ্টেম্বর এফডিসিতে অনুষ্ঠিত হয় জলিলের নতুন এই চলচ্চিত্রের মহরত। মোহাম্মদ ইকবালের পরিচালনায় এই ছবিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর ও রুবেল।

মহরতে জানানো হয় বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার বিভিন্ন জায়গায় অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হবে।

 

Advertisement
Share.

Leave A Reply