fbpx
BBS_AD_BBSBAN
৬ই ডিসেম্বর ২০২২ | ২১শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

অনলাইনে খাওয়ার ভিডিও, সাবলম্বী ভারতীয় নারী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বড় থালা ভর্তি নানা রকম খাবার। ভাত-মাংস, ডিম, মাছ আরও কত কী! রুপ কথার রাক্ষসের মতো সবই গপাগপ করে খেয়ে ফেলছেন। অনলাইনে এমন ভিডিও দেখা যায় প্রায়ই। খাদ্য রসিকরা তো বটেই, এ ভিডিও দেখে তৃপ্তি নিচ্ছেন লাখো মানুষ। অনেকে আবার বলছেন, এমন ভিডিও দেখলেই নাকি খাওয়ার রুচি আসে তাদের।

এ সব ভিডিও যারা করেন তাদের বেশির ভাগই নারী। গোগ্রাসে এমন খাওয়ার ভিডিও পোস্ট করে অর্থের ঝুড়ি ভরছে অনেকেরই।

ভারতে অনেক নারীই অনলাইনে এমন ভিডিও আপলোড করে সাবলম্বী হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তুলে ধরেছে এমন কয়েকজন নারীর কথা।

তামিল নাড়ুর বিদ্যা রাজকুমার অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়েছেন ইউটিউবে এমন খাওয়ার ভিডিও পোস্ট করেই।

তিনি বলেন, ‘দুটি সন্তান নিয়ে আমি কলেজ শেষ করেছি। পার্ট-টাইম চাকরি খুঁজছিলাম। অনেক চেষ্টার পরেও পাইনি। তবে ইউটিউবের মাধ্যমে আমি সফল হয়েছি।‘

যদিও তিনি ধারণাই করেননি অনলাইনে খাওয়ার ভিডিও পোস্ট করে তিনি টাকা উপার্জন করতে পারবেন।

এমনই আরেক নারী পশ্চিমবঙ্গের মিতালি স্নিগ্ধা রায়। তিনি বলেন-‘ ভিডিওগুলো থেকে যখন প্রথম উপার্জন করেছিলাম তখন সেটা ছিল ভগবানের আশির্বাদের মতো। সেই সময় আমার খুব অর্থের দরকারও ছিল। সেটা খুব কাজে লেগেছিল।‘

তবে অনলাইনে এমন খাবারের ভিডিও পোস্ট করা নিয়ে সমালোচনাও করেন নেটিজেনরা। খাওয়ার এই ইউটিউবারদের নানা রকম মুখভঙ্গি নিয়ে ট্রলের মুখেও পড়েছেন অনেকে।

Advertisement
Share.

Leave A Reply