ধুঁকছে চলচ্চিত্র শিল্প। বন্ধ হচ্ছে একেক পর এক সিনেমা হল। ডিজিটাল মাধ্যমে ছবি চলে এসেছে মুঠোফোনে। কে পা রাখে তখন প্রেক্ষাগৃহে? এ বাস্তবতায় তাই একে মানতেই হবে এক অভিনব উদ্যোগ হিসেবে।

বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত এ ছবির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ও গুণী নির্মাতা তানভীর মোকাম্মেল। ছবি : ফেইসবুক
আসছে ২৫-২৭ ডিসেম্বর অনলাইনে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ সিনেমার প্রদর্শনী শুরু হচ্ছে। এটি মূলত দর্শনীর বিনিময়ে জুম অ্যাপ’র মাধ্যমে দেখানো হবে।
শো দেখানো হবে প্রতিদিন সকাল ১১ টা, বিকাল ৪ টা, সন্ধ্যা ৭ টা ও রাত ১০ টায়। প্রতিটি শো দেখার জন্য আপনাকে গুনতে হবে ২০০ টাকা।
বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা আছে। টাকা পাঠিয়ে সিনেমাটি দেখা যাবে। বিকাশ করার সময় নিজের ই-মেইল আইডি [email protected] ঠিকানায় মেইল করতে হবে। ২৪ তারিখ টাকা পাঠানোর শেষ দিন। টাকা পাঠানোর পর আপনার ই-মেইল আইডিতে জুম এর লিংকটি পাঠিয়ে দেওয়া হবে। তাদের দেওয়া সময়সূচী অনুযায়ী তিন ঘন্টা পর্যন্ত লিংকটি থাকবে। এরপর সরিয়ে নেওয়া হবে। ‘রূপসা নদীর বাঁকে’ ছবিটির দৈর্ঘ্য দুই ঘন্টা সতেরো মিনিট।