fbpx

অনলাইনে ‘রূপসা নদীর বাঁকে’ দেখতে হলে…

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ধুঁকছে চলচ্চিত্র শিল্প। বন্ধ হচ্ছে একেক পর এক সিনেমা হল। ডিজিটাল মাধ্যমে ছবি চলে এসেছে মুঠোফোনে। কে পা রাখে তখন প্রেক্ষাগৃহে? এ বাস্তবতায় তাই একে মানতেই হবে এক অভিনব উদ্যোগ হিসেবে।

অনলাইনে ‘রূপসা নদীর বাঁকে’ দেখতে হলে…

বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত এ ছবির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ও গুণী নির্মাতা তানভীর মোকাম্মেল। ছবি : ফেইসবুক

আসছে ২৫-২৭ ডিসেম্বর অনলাইনে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ সিনেমার প্রদর্শনী শুরু হচ্ছে। এটি মূলত দর্শনীর বিনিময়ে জুম অ্যাপ’র মাধ্যমে দেখানো হবে।

শো দেখানো হবে প্রতিদিন সকাল ১১ টা, বিকাল ৪ টা, সন্ধ্যা ৭ টা ও রাত ১০ টায়। প্রতিটি শো দেখার জন্য আপনাকে গুনতে হবে ২০০ টাকা।

বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা আছে। টাকা পাঠিয়ে সিনেমাটি দেখা যাবে। বিকাশ করার সময় নিজের ই-মেইল আইডি  [email protected] ঠিকানায় মেইল করতে হবে। ২৪ তারিখ টাকা পাঠানোর শেষ দিন। টাকা পাঠানোর পর আপনার ই-মেইল আইডিতে জুম এর লিংকটি পাঠিয়ে দেওয়া হবে। তাদের দেওয়া সময়সূচী অনুযায়ী তিন ঘন্টা পর্যন্ত লিংকটি থাকবে। এরপর সরিয়ে নেওয়া হবে। ‘রূপসা নদীর বাঁকে’ ছবিটির দৈর্ঘ্য দুই ঘন্টা সতেরো মিনিট।

Advertisement
Share.

Leave A Reply