fbpx

অনলাইন ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে ৩ হাজার ৯৮৯ কোটি টাকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে চাহিদা বেড়েছে ইন্টারনেটভিত্তিক ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং এর। বাংলাদেশ ব্যাংক থেকে এমন তথ্যই পাওয়া গেছে।

চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এই সাত মাসে লেনদেন হয়েছে ৪৩ হাজার ৯৬৫ কোটি ৭০ লাখ টাকা। গেল বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৯ হাজার ৯৭৬ কোটি ৭০ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩ হাজার ৯৮৯ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে সারাদেশে ২৬ লাখ ৮৭ হাজার ৩০৪ জন গ্রাহক ১৮ লাখ ২০ হাজার ৯২ বার ইন্টারনেট ভিত্তিক লেনদেন করেন। এতে ৪ হাজার ৬৬৪ কোটি ৪০ লাখ টাকা লেনদেন হয়। আর মে মাসে ৫ হাজার ৫৩১ কোটি ৭০ লাখ টাকা, জুনে ২ ৭ হাজার ৪২১ কোটি ১০ লাখ টাকা, জুলাই মাসে ৬ হাজার ২৫৪ কোটি ৯০ লাখ টাকা, আগস্টে ৬ হাজার ৮০০ কোটি ১০ লাখ টাকা, সেপ্টেম্বরে ৭ হাজার ৬ কোটি ৮০ লাখ টাকা এবং অক্টোবর মাসে ৬ হাজার ২৮৬ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়।

সাধারণত ইন্টারনেট ব্যাংকিং বলেতে ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন সাধারণ ব্যাংকিং কার্যক্রমকে বোঝানো হয়। এক্ষেত্রে ব্যাংকের একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হয়ে তার ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করেন। আর অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য ব্যাংক সেই গ্রাহককে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে।

তবে মোবাইল অ্যাপের মাধ্যমেও এই ব্যাংকিং করা যায়। যেখানে গ্রাহকরা সহজেই ব্যাংকের হিসাব খোলা, পরিবর্তন বা স্থানান্তর, বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, এটিএম ও শাখার লোকেশন, মিনি ও বিস্তারিত স্টেটমেন্ট, লেনদেনের সার্বিক বিবরণী, ঋণসংক্রান্ত তথ্য, ক্রেডিট কার্ডের বিল পরিশোধসহ অন্যান্য কাজ করতে পারেন।

Advertisement
Share.

Leave A Reply