fbpx

অনুদানের সিনেমায় রোশান

Pinterest LinkedIn Tumblr +

সরকারি অনুদানে নির্মিত ‘জামদানী’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক রোশান। মঙ্গলবার  (৩১ আগস্ট) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। এই ছবিতে রোশানের বিপরীতে অভিনয় করবেন শিবা আলী খান।

খবরটি নিশ্চিত করে রোশান বলেন, ‘সিনেমাটিতে গতকাল চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাটি ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে। পরিচালনা করছেন অনিরুদ্ধ রাসেল। কাহিনি মোস্তফা মননের। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আবুল কালাম আজাদ। আশা করছি চমৎকার একটি কাজ উপহার দিতে পারবো।’

একটি পল্লী, একজন ছেলের স্বপ্ন ও বিশ্ববাজারে জামদানির বিস্তারই এ ছবির উপজীব্য। ‘জামদানী’ ছবির শুটিং শুরু হবে সেপ্টেম্বরের শেষে।

এই ছবির নায়িকা শিবা আলী খান এর আগে শাকিব খানের সাথে ‘অপারেশন অগ্নিপথ’ নামে একটি ছবিতে কাজ করেছেন। তবে সেই ছবিটি শেষ হয়নি।

নাট্য অভিনেতা আবুল কালাম আজাদ বাংলাদেশ বিভিন্ন জামদানি পল্লী এবং জামদানি ইতিহাস গবেষণা করে এক বছর ধরে সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন।

Share.

Leave A Reply