Advertisement
আবারও বাবা হলেন নির্মাতা এনামুল করিম নির্ঝর। আর প্রথমবারের মতো মা হলেন অভিনেত্রী অপি করিম।
২৮ ডিসেম্বর সকাল ৯টা ৫২ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন অপি। বর্তমানে মা ও সন্তান দুজনই ভালো আছে বলে জানা যায়।
উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই এনামুল করিম নির্ঝর ও অপি করিম বিয়ে করেন। বিনোদন অঙ্গনের বাইরে তারা দুজনই স্থপতি।

অপি করিম ও এনামুল করিম নির্ঝর। ছবি : সংগৃহীত
Advertisement