fbpx

অবশেষে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেন ডোনাল্ড ট্রাম্প

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ২০ জানুয়ারি নিয়ম মাফিক ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে এক ভিডিও পোস্টে তিনি বলেন ‘এখন আমার লক্ষ্য হবে সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে ক্ষমতা হস্তান্তর করা। এই মুহূর্তে দরকার সব মিটমাট করে ফেলা’

কংগ্রেসে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে অনুষ্ঠানিক অনুমোদন দেয়ার এক দিন পর এ কথা জানান ট্রাম্প।

এর আগে বুধবার, ক্যাপিটাল ভবনে হামলা উস্কে দেয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। অ্যাকাউন্ট ফিরে পাবার পরই ভিডিওটি পোস্ট করেন ট্রাম্প। এতে সমর্থকদেরও ধন্যবাদ জানান তিনি।  একই সাথে ক্যাপিটাল হাউসের হামলাকে ডোনাল্ড ট্রাম্প ‘ বর্বরোচিত হামলা’ বলে মন্তব্য করেন। তিনি বলেন “আমি জানি আপনারা হতাশ, কিন্তু আপনাদের জানাতে চাই- আমাদের অবিশ্বাস্য যাত্রার এটা কেবল শুরু।”

এদিকে, ক্যাপিটাল ভবনে হামলার পর ডোনাল্ড ট্রাম্পকে পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানান শীর্ষ ডেমোক্রিটিক নেতারা। যদিও আর মাত্র ১৩ দিন পর নিয়ম অনুযায়ী তার ক্ষমতা হস্তান্তরের কথা রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply