fbpx

পাঁচজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

লেখক ও মুক্তমনা ব্লগের অন্যতম প্রতিষ্ঠাতা অভিজিৎ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হক, জঙ্গি নেতা আকরাম, আবু সিদ্দিক ওরফে সাকিব, মোজাম্মেল ওরফে সায়মন এবং আরাফাত রহমান ওরফে সিয়াম। এছাড়া, শফিউর রহমান ফারাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আসামিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সদস্য ছিলেন বলে জানা গেছে।

রায় ঘোষণার আগে কাশিমপুর কারাগারে থাকা চার আসামিকে হাজির করা হয়েছে আদালতে। মামলার দুই আসামি এখনো পলাতক রয়েছে।

উল্লেখ্য, ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Advertisement
Share.

Leave A Reply