fbpx

অভিনেতা মাহমুদ সাজ্জাদের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +

অভিনেতা মাহমুদ সাজ্জাদ মারা গেছেন। তাঁর ভাই ম. হামিদ বিষয়টি নিশ্চিত করেন গণমাধ্যমকে। তিনি জানান, আজ বেলা সাড়ে ৩টায় মারা গেছেন এই টিভি ও মঞ্চ অভিনেতা।

রোববার (২৪ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এর আগে গত ১ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনা পজিটিভ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তারপর কোভিড নেগেটিভ আসে। কিন্তু করোনা-পরবর্তী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

Share.

Leave A Reply