fbpx

অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করে এফবিসিসিআই : এফবিসিসিআই প্রেসিডেন্ট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, এফবিসিসিআই বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, এই সংগঠন সবসময় ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করে ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ তৈরির মধ্যদিয়ে অর্থনীতিকে বেগবান করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মো. জসিম উদ্দিন বৃহস্পতিবার রাতে রাজধানীর হাতিরঝিলে এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর-: লাল সবুজের মহোৎসব’ শীর্ষক অনুষ্ঠানের শেষ দিনে স্বাগত বক্তব্যে এ কথা বলেন।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর কখনো পাওয়া যাবে না এ কথা উল্লেখ করে তিনি বলেন, এফবিসিসিআই স্বাধীনতার ৫০ বছর পূর্তিকে স্মরণযোগ্য করে রাখতেই সাড়ম্বরে এ মহোৎসব উদযাপনের সিদ্ধান্ত নেয়।

জসিম বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৬ দিনের বিজয় উৎসব আর কখনো হয়নি। এ উদযাপনের মাধ্যমে ভবিষ্যতে অন্য সংগঠনগুলোও বিজয় উদযাপনে আগ্রহী হবে। তিনি এ সময় জানান, শিগগির আরো একটি কনসার্টের আয়োজন করবে এফবিসিসিআই।

এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপি ‘বিজয়ের ৫০ বছর : লাল সবুজের মহোৎসব’ অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
এই মহোৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ডিএনসিসিসি’র মেয়র মো. আতিকুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের প্রতি সম্মান দেখিয়ে সুন্দর একটি দেশ সোনার বাংলাদেশ গড়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, মনোমুগ্ধকর আতসবাজি প্রদর্শনী এবং আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে এ মহোৎসব শেষ হয়। ১৬ দিনব্যাপি আয়োজিত মহোৎসবের প্রতিদিনের অনুষ্ঠানে নজরুল, রবীন্দ্র, লোকসংগীত, নৃত্য, মঞ্চনাটকের মাধ্যমে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের জন্ম ও এগিয়ে যাওয়ার ইতিহাস এবং গৌরবগাঁথা তুলে ধরা হয়।

এ ছাড়াও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ বির্নিমাণে অবদান রাখায় এফবিসিসিআই’র পক্ষ থেকে ৯ সংঠনকে সম্মাননা প্রদান করা হয়।

Advertisement
Share.

Leave A Reply