fbpx

‘অলিম্পিক লরেল’ এওয়ার্ডে ভূষিত হলেন ড. মোহাম্মদ ইউনূস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ ‘টোকিও অলিম্পিক-২০২০’ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবীদ ড. মোহাম্মদ ইউনূসকে ‘অলিম্পিক লরেল’ এওয়ার্ডে ভূষিত করা হল। খবরটি তার ফেসবুক ওয়ালে শেয়ার করা হয়েছে।

ড. মোহাম্মদ ইউনূসের ক্ষুদ্র ঋণ প্রদান বিশ্বজুড়ে দারিদ্র্য হ্রাস করার জন্য প্রশংসিত হয়েছে।

‘টোকিও অলিম্পিক-২০২০’ আসরের উদ্বোধনী দিন(২৩ জুলাই) তার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়েছে। অলিম্পিক ইতিহাসে দ্বিতীয়বারের মতো এই পুরস্কারটি প্রদান করা হল।

এর আগে ২০১৬ সালে রিও অলিম্পিকে পুরস্কারটি পেয়েছিলেন কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কেইনো। তিনি নিজ দেশে শিশুদের জন্য একটি বাড়ি, একটি স্কুল এবং একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিলেন।

উল্লেখ্য, ২০০৬ সালে অর্থনীতিবিদ ড. ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীন ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার অর্জন করেন।

Advertisement
Share.

Leave A Reply