fbpx

অসহায় পরিবারের পাশে এম এ হাসেম ট্রাস্ট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘কীর্তিমানের মৃত্যু নেই, মানুষের পাশে, মানুষের মাঝে’, এই স্লোগানকে সামনে রেখে মহামারির সময় খাদ্য সহায়তা দিচ্ছে এম. এ. হাসেম ট্রাস্ট।

পারটেক্স গ্রুপের কর্ণধার মরহুম এম. এ. হাসেম এর পরিবারের পক্ষ থেকে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অসহায়, দুস্থ মানুষের জন্য ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এর নিকট খাদ্য সামগ্রী তুলে দেন পারটেক্স পরিবারের পক্ষে হেড অব পাবলিক রিলেশন রাশেদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সভাপতি মিজান মালিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত বছর মহামারি করোনায় এম. এ. হাসেমের নেতৃত্বে পারটেক্স পরিবার এর পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে মোট ৩০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়। খাদ্য সহায়তার মধ্যে প্রতি পরিবারকে দেওয়া হয় ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট সেমাই, ১ কেজি লবন, ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ছোলা ১ কেজি, সাবান ১ পিচ, মসুর ডাল ১ কেজি।

আগামিতেও দুস্থ ও অসহায়দের জন্য এ খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় পারটেক্স পরিবার।

Advertisement
Share.

Leave A Reply