fbpx

অস্ট্রেলিয়ায় ভারী বৃষ্টি ও বন্যা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যার কবলে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল। ভারী বৃষ্টি ও বন্যার কারণে সিডনির আরও কিছু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিউ সাউথ ওয়েলস রাজ্যের ১২টি এলাকায় বন্যার ঝুঁকি দেখা দিয়েছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, প্রাথমিকভাবে যে ক্ষয়ক্ষতির ধারণা করা হয়েছিল পরিস্থিতি তার থেকেও খারাপ। বিশেষ করে সিডনির উত্তর-পশ্চিমের নিম্নাঞ্চলে ক্ষয়ক্ষতির হার সবচেয়ে বেশি।

এরআগে শনিবার, মধ্যরাতে সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। রবিবার আরও এক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পানির তোড়ে বাড়িঘর ভেসে যাচ্ছে। তলিয়ে গেছে রাস্তাঘাট। জরুরি সেবা বিভাগের হিসাব অনুযায়ী, শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply