fbpx

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ভ্রমণ উন্মুক্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে ‘ট্রাভেল বাবল’ চালু হয়েছে। এর মানে নিউজিল্যান্ডে থাকা অস্ট্রেলিয়ার বাসিন্দারা এখন থেকে সহজভাবেই দেশে ফিরতে পারবেন। দুই দেশের মধ্যে ভ্রমণকারীদের থাকতে হবে না কোয়ারেন্টিনেও।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, সোমবার সীমান্ত খুলে দেওয়ার পর অকল্যান্ড বিমানবন্দরে দেখা যায় এক আবেগঘন পুনর্মিলন। দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে অনেকেই চোখের জলে ভেসেছেন।

বিধিনিষেধ তুলে দেওয়ার পর এক দিনেই দুই দেশে থাকা হাজারো বাসিন্দা বিমানের টিকিট বুকিং দিয়েছেন।

দেশ দুটিতে করোনা সংক্রমণের পর সীমান্তে কঠোর পদক্ষেপ, লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলায় ভাইরাসটি নিয়ন্ত্রণে নজির সৃষ্টি করেছে। এর পরেই নিজেদের মধ্যে  অবাধ ভ্রমণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply