fbpx
BBS_AD_BBSBAN
২৯শে সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই আশ্বিন ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রপ্তানি সাময়িক স্থগিত করেছে ভারত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিবিসিকে এই তথ্য দিয়েছে।

তারা জানিয়েছে, ভারতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আগামী সপ্তাহগুলোতে ভ্যাকসিনের চাহিদা বাড়বে। এতে দেশের অভ্যন্তরেই বেশি পরিমাণ ভ্যাকসিন সরবরাহের প্রয়োজন হতে পারে।

ভারতীয় কর্মকর্তারা ভ্যাকসিন রপ্তানি বন্ধের এ পদক্ষেপকে ‘সাময়িক’ হিসেবে বর্ণনা করেছেন। ভারতের এমন সিদ্ধান্তে আগামী এপ্রিল পর্যন্ত ভ্যাকসিন সরবরাহ প্রভাবিত হতে পারে।

কোভ্যাক্স পরিকল্পনার অধীনে থাকা, ১৯০টি দেশে ভারতের এই পদক্ষেপের প্রভাব পড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে পরিচালিত এই পরিকল্পনার উদ্দেশ্য সব দেশের জন্য ন্যায্যভাবে টিকার যোগান নিশ্চিত করা।
ভারতের সবচেয়ে বড় উৎপাদনকারী সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া সম্প্রতি যুক্তরাজ্য ও ব্রাজিলে নির্দিষ্ট সময়ে ভ্যাকসিনের চালান পাঠাতে পারেনি।

বাংলাদেশেও ফেব্রুয়ারি মাসে প্রতিশ্রুত ৫০ লাখ ডোজের মধ্যে ২০ লাখ ডোজ চালান এসেছে। মার্চের টিকার চালান এখনো আসেনি।

এরই মধ্যে ৭৬টি দেশে ৬ কোটি ডোজ ভ্যাকসিন রপ্তানি করেছে ভারত, যার বেশিরভাগই ছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। 

Advertisement
Share.

Leave A Reply