fbpx

আইনি সহায়তা জন্য ‘লিগ্যাল উইংস’ গঠন অভিনয়শিল্পী সংঘের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শিল্পীদের যেকোনো আইনি প্রক্রিয়ায় সার্বিক সহায়তা প্রদার করার লক্ষ্য টিভি নাটকের সংগঠন ‘বাংলাদেশ অভিনয়শিল্পী সংঘ’-এর নতুন উদ্যোগে হাতে নিয়েছেন। সংগঠনটি তাদের শিল্পীদের জন্য একটি আইনি টিম গঠন করেছেন।আর এ টিমের নাম ‘লিগ্যাল উইংস অ্যান্ড ডায়ালগ’। শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর নিকেতনে অভিনয় সংঘের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

আইনি প্রক্রিয়ায় শিল্পীদের সব ধরণের সহযোগিতা করতে এই টিমে থাকছে ৩ আইনজীবী।তারা হলেন- অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার প্রীতু ফিরোজ ও অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল। এছাড়াও পরামর্শক হিসেবে থাকছে বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের এডিসি নাজমুল ইসলাম ও এডিসি খন্দকার লেনিন। পুরো টিমের সমন্বয়ের দায়িত্ব পালন করবেন শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর। সংবাদ সম্মেলনে এমনটাই জানান সংগঠনটির সভাপতি আহসান হাবিব নাসিম।

এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান, সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম, আইন, কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর, অভিনেত্রী তনিমা হামিদ, সাদিয়া জাহান প্রভা, মৌসুমী হামিদ, জ্যোতিকা জ্যোতি, নূরে আলম নয়ন, তানভীর মাসুদ, সুচনা সিকদার,সুজাত শিমূল, হিমি হাফেজ প্রমুখ।

এ প্রসঙ্গে সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘আমাদের অভিনয়শিল্পী সংঘের সদস্যের সংখ্যা প্রায় ১২শ’। এর মধ্যে ৬০ শতাংশের বেশি নারী। আবার সদস্য নন, এমন নারীও অনেক। আমরা দীর্ঘ দিন ধরে দেখছি, একজন নারী শিল্পী যখন কোনও বুলিং বা হয়রানির মধ্যে পড়েন, তখন একাই বিষয়টা মোকাবিলা করতে যান। ওই সময় তাকে অনেক স্ট্রাগল করতে হয়। নানা রকম হুমকিধামকিও চলে। পুরুষ শিল্পীদের ক্ষেত্রেও এরকমটা দেখা যায়। একজন শিল্পীর বিরুদ্ধে যখন কোনও অভিযোগ আসে, তখন সেটা সামাজিকভাবে চারদিকে বেশি ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতি যেন সম্মিলিতভাবে মোকাবিলা কর যায়, সেজন্যই আমরা একটি লিগ্যাল উইংস গঠন করেছি।’

অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, ‘যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেটা চমৎকার। আমি ব্যক্তিগতভাবে যে পরিমাণ হয়রানির শিকার হয়েছি, আইনিভাবে, সামাজিক বা পারিবারিকভাবে, এমনকি সহকর্মীদের কাছ থেকে। সেই জায়গা থেকে আমার যুদ্ধটা একা একা চালিয়ে যেতে হয়েছে। তখন যদি এটা থাকতো, তাহলে এখানে এসে কথা বলতে পারতাম বা সহযোগিতা নিতে পারতাম।’

Advertisement
Share.

Leave A Reply