fbpx

আইসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘উনাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সকালে তরল খাবার দেওয়া হয়েছে। ম্যাডাম ভালো আছেন, ভালো বোধ করছেন।’

সোমবার খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে এক সংবাদ সম্মেলনে চিকিৎসক জাহিদ হোসেন জানান, ‘খালেদা জিয়ার শরীরের এক জায়গায় ছোট একটা লাম্প আছে। লাম্প মানে হচ্ছে ছোট চাকার মতো। যেহেতু এটি প্রায় ১.২ সেন্টিমিটার, তাই এটির নেচার অব অরিজিন জানতে বায়োপসি করা প্রয়োজন। বায়োপসির নমুনা সংগ্রহের জন্যেই ওনাকে অপারেশন থিয়েটার নেওয়া হয়েছিল। বায়োপসির প্রতিবেদন আসতে ৭২ ঘণ্টার মতো সময় লাগবে। রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে।’

সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ওই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেত্রী বিপদমুক্ত আছে বলে জানান। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সংবাদমাধ্যমে ভিত্তিহীন সংবাদ ছাপানো থেকে বিরত থাকতে গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানান তিনি।

১২ অক্টোবর খালেদা জিয়া কিছুটা অসুস্থবোধ করায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement
Share.

Leave A Reply