fbpx

আগামী ১৮ জুনের মধ্যে মক্কা ছাড়তে হবে ওমরাহ যাত্রীদের!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ১৮ জুনের মধ্যে ওমরাহযাত্রীদের মক্কা ছাড়তে হবে বলে জানয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এছাড়াও ওমরাহ ভিসায় হজ পালনের সুযোগ নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সৌদি আরবের হজ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ৪ জুনের (১৫ জিলকদ) মধ্যে ওমরাহ পালনের অনুমোদন দেয়া হবে। এরপর কেউ ওমরাহ পালন করতে পারবে না। তাছাড়া সকল ওমরাহযাত্রীকে আগামী ১৮ জুনের ( ২০ জিলকদ )মধ্যে মক্কা ছেড়ে যেতে হবে।

গত ১৫ মে থেকে হজের মৌসুমে মক্কায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরবের জননিরাপত্তা অধিদফতর। এ সময় অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করা যাবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ হজের প্রস্তুতি উপলক্ষে মক্কায় বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। হজ আয়োজনের পূর্বপ্রস্তুতি হিসেবে মক্কায় প্রবেশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

Advertisement
Share.

Leave A Reply