fbpx

আগাম জামিন পেলেন অভিনেত্রী মিথিলা-ফারিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় আগাম জামিন পেয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া ও রাফিয়াত রশিদ মিথিলা। আজ দুই অভিনেত্রীকে ৮ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

সোমবার (১৩ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গতকাল রবিবার (১২ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মামলাটিতে আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন এ দুই অভিনেত্রী।

গত ৪ ডিসেম্বর ধানমণ্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে অভিনেতা ও গায়ক তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরবর্তীতে, গত শুক্রবার ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানান, যে কোনো সময় এ তারকারা গ্রেফতার হতে পারেন।

উল্লেখ্য, ‘ফেস অব ইভ্যালি লাইফস্টাইল’ হিসেবে ইভ্যালির সাথে যুক্ত ছিলেন মিথিলা। গত ১৫ মে  প্রতিষ্ঠানটিতে শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেন তিনি। একইদিন তাহসানসহ ইভ্যালির একটি বিশেষ লাইভেও অংশ নেন মিথিলা।

Advertisement
Share.

Leave A Reply