fbpx

আগুনে পুড়ে গেলো ৮ দোকান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি দোকান পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। প্রায় পৌনে তিন ঘণ্টার অভিযানে আগুন নিয়ন্ত্রণে আনে সদস্যরা। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কসবা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে খবর পেয়ে কসবা, আখাউড়া ও কুমিল্লার বুড়িচং ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত পৌনে একটায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো জানান, আগুনের ঘটনায় বাজারের আটটি দোকান পুড়ে গেছে। এর মধ্যে তিনটিতে ধান, পাট ও মরিচের গুদাম ছিল। তদন্ত শেষ অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে বলেও তিনি জানান।

Advertisement
Share.

Leave A Reply