fbpx

আজহারউদ্দিনের জীবন প্রদীপ বুধবার নিভে যেতে পারতো!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতীয় ক্রিকেটে মোহাম্মদ আজহারউদ্দিন এক আলোচিত নাম। ব্যাটিংয়ে নামতেন নিখুঁত একজোড়া কবজি নিয়ে। ব্যাট হাতে এই কবজির মোচড়েই বল পাড় করতেন সীমানা। নান্দনিক এক ব্যাটিং মায়েস্ত্রো হিসেবে খেলোয়ারি জীবন চিহ্নিত হয়ে আছেন। তিনটি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বেই টিম ইন্ডিয়া ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে। ক্যারিয়ারের শেষ দিকে কিছু বিতর্ক ওঠে তাকে নিয়ে। অভিযুক্ত হন ম্যাচ ফিক্সিংয়ের দায়ে। মামলা সর্বোচ্চ কোর্ট অবধি গড়ায়। মুক্ত হন আজহারউদ্দিন। কোনো সংশ্লিষ্টতা মেলেনা ম্যাচ ফিক্সিংয়ের সাথে। খেলোয়ারি জীবন শেষে ধারাভাষ্যে সুখ্যাতি পেয়েছেন। তার জীবন নিয়ে বলিউডে নির্মিত হয়েছে বায়েপিক পর্যন্ত।

সেই আজহারউদ্দিন জীবন প্রদীপ বুধবার নিভে যেতে পারতো। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে তার গাড়ি। কিন্তু তিনি বেঁচে গেছেন। বড় কোনো ধরনের আঘাত ছাড়াই তিনি রক্ষা পান। এএনআইয়ের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, সোয়াই মাধোপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে জয়পুর থেকে রনথম্বোরে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে গাড়ি চাকা ফেটে গেলে তিনি ভয়াবহ দুর্ঘটনায় পড়েন। গাড়ি উল্টে গেলেও তিনি অক্ষত থাকেন। তবে তার সঙ্গে থাকা অপর ব্যক্তি সামান্য আহত হয়েছেন।

সুরওয়াল থানার পুলিশ কর্মকর্তা চন্দ্রাভন সিং জানিয়েছেন, দুমড়ে যাওয়া গাড়ি থেকে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে অন্য গাড়িতে করে আজহারউদ্দিনকে অনুষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করা হয়।

 

Advertisement
Share.

Leave A Reply