fbpx

আট বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর সম্মান জানিয়েছে জাতিসংঘ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় নিহত আট বাংলাদেশিকে মরণোত্তর ‘দ্যাগ হ্যামারশোল্ড পদক’ দিয়ে সম্মান জানিয়েছে জাতিসংঘ।

বৃহস্পতিবার জাতিসংঘের শান্তিরক্ষা দিবস উপলক্ষে এক ভার্চুয়াল অনুষ্ঠানে ৪৪টি দেশের ১২৯ শান্তিরক্ষীকে এই পদক দেয়া হয়। সম্মাননা পাওয়া সবাই ২০২০ সালে শান্তিরক্ষা মিশনে তারা মারা যান।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস ৪৪টি দেশের স্থায়ী প্রতিনিধিদের হাতে এই সম্মাননা তুলে দেন। বাংলাদেশের পক্ষ থেকে পদকগুলো গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

পদক পাওয়া বাংলাদেশের আট শান্তিরক্ষী হলেন- মালিতে নিয়োজিত মিনুস্মা মিশনের ওয়ারেন্ট অফিসার আবদুল মো. হালিম, কঙ্গোতে নিয়োজিত মনুস্কো মিশনের ওয়ারেন্ট অফিসার মো. সাইফুল ইমাম ভূঁইয়া, সার্জেন্ট মো. জিয়াউর রহমান, সার্জেন্ট এমডি মোবারক হোসেন ও ল্যান্স কর্পোরাল মো. সাইফুল ইসলাম, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত মিনুস্কা মিশনের ল্যান্স কর্পোরাল মো. আবদুল্লাহ আল মামুন ও সার্জেন্ট মো. ইব্রাহীম এবং দক্ষিণ সুদানে নিয়োজিত আনমিস্ মিশনের ওয়াসারম্যান নুরুল আমিন।

Advertisement
Share.

Leave A Reply