fbpx

আট মাসের মধ্যে বাংলাদেশে করোনায় সর্বনিম্ন মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে  আজ ৮ জনের মৃত্যু হয়েছে। গত আট মাসের মধ্যে বাংলাদেশে এটিই সর্বনিম্ন মৃত্যু। সবশেষ গত বছরের ৮ মে এক দিনে ৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তার পরের দিন ৯ মে মারা গিয়েছিল ৮ জন।

২০ জানুয়ারি বুধবার দেশে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু দাঁড়াল ৭ হাজার ৯৫০। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৬৫৬ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগী সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply