fbpx
BBS_AD_BBSBAN
৫ই ডিসেম্বর ২০২২ | ২০শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

‘আত্মবিশ্বাসই আমার আসল সৌন্দর্য’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ দেশের ২৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ১১ ডিসেম্বর। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ‌‘বিশ্বসুন্দরী’ ও অন্যান্য প্রসঙ্গে বিবিএসবাংলার সঙ্গে কথা বলেছেন পরী।

 জানি খুব ব্যস্ত আপনি, নতুন ছবি রিলিজ হচ্ছে, নতুন সিনেমাতে সাইন করলেন সম্প্রতি, বেশ কিছু ছবির শুটিং চলছে, সব মিলিয়ে পরী আছে কেমন?

গলায় একটু সমস্যা ছিল, ঠিক মতো কথা বলতে পারছিলাম না। এখন ভালো।
 এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের পাশে একমাত্র বাংলাদেশি হিসেবে নিজের নাম দেখার পর প্রথমে কী মনে হয়েছে?

‘আন্তর্জাতিক’ কথাটা শুনতে জোশ লাগছে।
[ বলেই হাসলেন পরী ]
এবার কাজও করতে হবে এভাবে। তবে এই প্রাপ্তি আমার ফ্যান ফলোয়ার আর আমার প্রিয় দর্শকের। এটা তাদের ভালোবাসার ফল। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
এবার আসি ‌’বিশ্বসুন্দরী’ প্রসঙ্গে। জুন, ২০১৯ যে শোভাকে ধারণ করেছিলেন তাকে দেখতে পরী কোন প্রেক্ষাগৃহে যাবেন?

হল ঠিক করিনি এখনো। ইচ্ছা আছে ঢাকার প্রায় সব হলে যাওয়ার। প্যানডেমিকের হল ভিজিট আর কী!
 প্রেক্ষাগৃহের শীত কি তাড়াতে পারবে সুন্দরীর শোভা?

[ প্রশ্ন শুনেই হাসলেন এ অভিনেত্রী ]
তাড়াতেই হবে! এমনটা খুব জরুরি কি? জমিয়েও তো দিতে পারি!
১৯ বছর নাটক নির্মাণেই ছিলেন, জীবনের প্রথম সিনেমা আপনাকে দিয়েই শুরু। বলছি আপনার নির্মাতার কথা। তাকে কীভাবে মূল্যায়ন করবেন?

উনি প্রেমিক, আর আমি প্রেম ভালোবাসি। আমার বিশ্বাসটা এখানেই। প্রেমিকারা যোদ্ধা হয়। যোদ্ধা তো বরাবরই সাহস রাখেন। আমি ওনার এই সাহসকে সম্মান করি।

‘আত্মবিশ্বাসই আমার আসল সৌন্দর্য’

পরী মনে করেন জীবনে কনফিডেন্সটা জরুরি। ছবি : আহমেদ হোসাইন।

সিয়ামের সঙ্গে প্রথম জুটি, শোভার প্রেমিক হিসেবে কতটা সফল সিয়াম?

জুটি তো অলরেডি প্রমাণিত একটি গানেই। বাকিটা রিলিজের পর বুঝতে পারব।
 ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছিল শেষ মুক্তিপ্রাপ্ত ছবি, দীর্ঘদিন পর ফিরছেন দর্শকের কাছে, কেন ‘বিশ্বসুন্দরী’কে দেখতে দর্শক হলে আসবে?

আনন্দে তো আত্মহারা আমি, এতদিন পর আমার ছবি রিলিজ হচ্ছে। আর ‌’বিশ্বসুন্দরী’ দেখার ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে দর্শকের কাছে। কেউ চয়নিকা চৌধুরীর সিনেমা বলে, কেউ একটা নতুন জুটি, কেউ একটা সুন্দর সিনেমার জন্য অথবা পারর্সোনাল ফ্যান ইস্যুও থাকতে পারে।
 শীত এবং করোনার ভয়কে কীভাবে জয় করবে ‌’বিশ্বসুন্দরী’?

এটা আসলে…
[ বলে কিছুটা সময় নিলেন ]
প্লিজ ভয় দেখাবেন না! আশা রাখতে দোষ কী?
ছবির রাইটার রুম্মান রশীদ খানকে কত মার্ক দেবেন?

মার্ক তো উনি আমাদের দেবেন। গল্পটা ওনার নিজের ভাবনা। তার ভাবনার মতো ক্যারেক্টারগুলো ঠিক প্লে করতে পারলাম কী না এটা গুরুত্বপূর্ণ। আর গল্প দারুণ না হলে আমরা এতগুলো মানুষ এই পর্যায়ে দাঁড়িয়ে সম্মতি দিতাম না মনে হয়।

‘আত্মবিশ্বাসই আমার আসল সৌন্দর্য’

নিজেকে ডানা কাটা পরী ভাবতেই পছন্দ করেন এই অভিনেত্রী। ছবি : পরীর ফেসবুক থেকে নেওয়া।

বলা হয়ে থাকে আপনি ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দর নায়িকা, এটা কি আপনি বিশ্বাস করেন? সৌন্দর্যের সংজ্ঞাটা কী আপনার কাছে?

সবচেয়ে সুন্দর এটা শুনতে তো সবারই ভালোলাগে। তবে আমি আমার মতো সুন্দর। এখানে কনফিডেন্সটা জরুরি। মানুষের বাহ্যিক সৌন্দর্যটা এই ইন্ডাস্ট্রিতে মূল্যায়ন করা হয় বা ফার্স্ট প্রায়োরিটি থাকে এটা তো সত্যিই! তবে আমার কাছে প্রত্যেকের আত্মবিশ্বাসটাই আমার কাছে আসল সৌন্দর্য মনে হয়।
যদি বলি পরীমনি ঢালিউড অ্যাঞ্জেল তাহলে কি ভুল হবে?

অবশ্যই ভুল!
 কেন?

আমি তো পরী, ডানাকাটা পরী
[ বলেই খুব হাসতে থাকলেন পরী ]

‘সিনেমাটি দেখলে ভালো লাগবে, না দেখলে হতাশ হব না’

‘আত্মবিশ্বাসই আমার আসল সৌন্দর্য’

দেখে নিন ছবিটির হল লিস্ট

দেখে নিতে পারেন ‘বিশ্বসুন্দরী’ ছবির এক ঝলক

Advertisement
Share.

Leave A Reply