fbpx

আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না বিডিনিউজ সম্পাদক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আদালতের অনুমতি ছাড়া অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বিদেশে যেতে পারবেন না। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা চলমান থাকার কারণে তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

আজ ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসাথে দুদকের মামলায় নিম্ন আদালতের দেওয়া জামিনের বৈধতা প্রশ্নে রুল নিষ্পত্তির জন্য আগামী ১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

তবে এ বিষয়ে তৌফিক ইমরোজ খালিদীর আইজীবী মোহাম্মদ শাহারিয়ার বিপ্লব বলছেন, নিম্ন আদালতের দেওয়া জামিনের অপব্যবহার করেননি খালিদী।

নিম্ন আদালতের দেওয়া জামিন আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে ২০২০ সালের ৮ ডিসেম্বর রুল দিয়েছিলেন আদালত। এর আগে একই বছরের ২০ অক্টোবর তিনি নিম্ন আদালত থেকে জামিন পান।

ওই বছরের ৩০ জুলাই দুদক বিভিন্ন ব্যাংকে ‘আইনি উত্স’ ছাড়া ৪২ কোটি টাকা জমা দেওয়ার অভিযোগে খালিদীর বিরুদ্ধে মামলা করে।

খালিদী ‘ভুয়া নথি’ তৈরি করে অবৈধ উপায়ে এই অর্থ অর্জন করেছেন বলছেন দুদকের উপপরিচালক ও মামলার বাদী গুলশান আনোয়ার প্রধান।

তবে খালিদী তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।

Advertisement
Share.

Leave A Reply