fbpx

আন্তর্জাতিক কার্ড ছাড়াই বিদেশে পেমেন্টের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এখন থেকে যাদের আন্তর্জাতিক কার্ড নেই, তারাও ব্যাংকের সাহায্যে সহজেই বিদেশে কোনো সেবার অর্থ পরিশোধ করতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিদেশে অর্থ পরিশোধ সহজ করতে এমন পদক্ষেপ নিয়ে সোমবার (৩১ মে) এক প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সেই প্রজ্ঞাপনে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ বৈদেশিক মুদ্রায় লেনদেনকারী ব্যাংকের শাখাকে (এডি শাখা) ‘আন্তর্জাতিক রেমিটেন্স কার্ড’ খোলার অনুমোদন দিয়েছে। এতে কোনো এডি শাখা নিজের নামে আন্তর্জাতিক রেমিটেন্স কার্ড ইস্যু করে যাদের আন্তর্জাতিক কার্ড নেই এমন  ব্যক্তিদের কার্ডভিত্তিক ‘পেমেন্ট’ করতে পারবে।

প্রজ্ঞাপনে এই কার্ডের মাধ্যমে লেনদেনকে বাংলাদেশ ব্যাংক ‘অলটারনেটিভ পেমেন্ট চ্যানেল’ হিসেবে উল্লেখ করেছে। এছাড়া কোন কোন সেবা ও খাতে এই কার্ডে অর্থ পরিশোধ করা যাবে এবং ব্যবহারের শর্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে।

একইসঙ্গে  প্রজ্ঞাপনে তথ্যপ্রযুক্তি খাতের ব্যয়, কোনো সদস্য ফি, ভর্তি, পরীক্ষা, আবেদন ও রেজিস্ট্রেশেন ফি, বিদেশে পড়াশোনার ফি, চিকিৎসা ব্যয়, টিকেটের টাকা, ভিসা ও ল্যান্ডিং ফি, প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারসহ ১১ খাতের ফি পরিশোধের সুযোগ রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply