fbpx

আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকছে ২৮ এপ্রিল পর্যন্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা সংক্রমণ ঠেকাতে চলমান ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর পাশাপাশি সব আন্তর্জাতিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞাও আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

চলমান লকডাউন আগামী ২১ এপ্রিল শেষ হবার কথা থাকলেও সরকারি ঘোষণা অনুযায়ী তা আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করারা সিদ্ধান্ত হয়েছে।

তবে দেশে আটকে থাকা কয়েক হাজার প্রবাসী শ্রমিককে তাদের কর্মস্থলে ফেরার জন্য চালু থাকবে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের বিশেষ ফ্লাইট।

বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

প্রবাসী শ্রমিকদের কর্মস্থলে ফেরাতে গত ১৭ এপ্রিল থেকে এক সপ্তাহে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে প্রায় ১০০ বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার।

সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট বাতিল করে বেবিচক।

এতে করে ২০ হাজার থেকে ২৫ হাজার প্রবাসী বাংলাদেশি শ্রমিকের তাদের কর্মস্থলে ফিরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে।

Advertisement
Share.

Leave A Reply