fbpx

আন্তর্জাতিক বাজারে আবারও কমল স্বর্ণের দাম!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কিছু দিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে আবারও কমল স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের ঋণ সীমা বৃদ্ধি নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। মূলত এ কারণেই ধাতুটির নিম্নমুখীতা তৈরি হয়েছে।

বর্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসি তাদের এক প্রতিবেদনে বলছে , বৃহস্পতিবার (২৫ মে ) স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১৯৬৩ ডলার ০৯ সেন্টে। গত ২২ মে যা ছিল ১৯৭৩ ডলার ৪০ সেন্ট। ওই দিন বেঞ্চমার্কটির দরপতন ঘটেছিল শূন্য দশমিক ২ শতাংশ।

অন্যদিকে, একই কার্যদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৬৫ ডলার ৭ সেন্ট। ওই দিন তা ছিল ১৯৭৪ ডলার ৮০ সেন্ট। এদিন ডলার সূচক গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

মার্কিন প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক নেতা জো বাইডেন এবং রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থির সাথে আবারও বৈঠকে বসবেন। ঋণের পরিসীমা বৃদ্ধি নিয়ে আলোচনায় বসবেন তারা। যাতে যুক্তরাষ্ট্রকে খেলাপি হওয়া থেকে এড়ানো যায়।

Advertisement
Share.

Leave A Reply