fbpx

‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ পুরস্কার চালু, পাচ্ছেন অধ্যাপক রফিকুল ইসলামসহ ৩ উদ্যোগী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ সম্মাননা পুরস্কার চালু করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। এ বছর এ পুরস্কার পাচ্ছেন জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামসহ ৩ গুণী উদ্যোগী।

বৃহস্পতিবার ইনস্টিটিউটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ পাচ্ছেন অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, মথুরা বিকাশ ত্রিপুরা, উজবেকিস্তানের গবেষক ইসমাইলভ গুলম মিরজায়েভিচ ও বলিভিয়ার অনলাইনভিত্তিক উদ্যোগ অ্যাকটিভিজমো লেংকুয়াস।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার পদকপ্রাপ্তদের মধ্যে রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক। তিনি ভাষাবিজ্ঞানী ও নজরুল গবেষক। অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং এই আন্দোলনের দুর্লভ আলোকচিত্র সংগ্রহ করেন।

আরও পদক পাচ্ছেন মথুরা বিকাশ ত্রিপুরা। তিনি খাগড়াছড়ির জাবারাং কল্যাণ সমিতি নামের এক বেসরকারি সংগঠনের নির্বাহী পরিচালক।

‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ পুরস্কার চালু, পাচ্ছেন অধ্যাপক রফিকুল ইসলামসহ ৩ উদ্যোগী

মথুরা বিকাশ ত্রিপুরা। ছবি: সংগৃহীত

দেশের এ দুজন ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে উজবেকিস্তানের গবেষক ইসমাইলভ গুলম মিরজায়েভিচ এবং নৃগোষ্ঠীর ভাষা নিয়ে কাজ করা বলিভিয়ার অনলাইনভিত্তিক উদ্যোগ অ্যাকটিভিজমো লেংকুয়াস এ বছর বাংলাদেশ সরকারের এ সম্মাননা পাচ্ছে।

২১ ফেব্রুয়ারি বিকালে পদক প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে পুরস্কার প্রদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement
Share.

Leave A Reply