fbpx

আপাতত হচ্ছে না শাকিবের ‘শের খান’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢালিউড সুপারস্টার শাকিব খান। দীর্ঘ ৯ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন গত বছরের ১৩ আগস্ট। এরপর নিজের প্রযোজনায় বেশ কয়েকটি নতুন ছবির ঘোষণা দেন দেশের শীর্ষ এই নায়ক। এ তারকা তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে ছবিগুলো নির্মাণ করবেন বলে জানিয়েছিলেন। এরপর প্রায় ৭ মাস পেরিয়ে গেলেও কোন সিনেমার শুটিংয়ে দেখা যায়নি শাকিবকে।

গেল নভেম্বরে শাকিব নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম ও কপ ক্রিয়েশনের ব্যানারে ‘শের খান’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। একাধিকবার শুটিং ডেট পরির্বতন করে জানানো হয়েছিল মার্চে সিনেমাটির শুট শুরু হবে।

শাকিব ও পরিচালক সানী সানোয়ারের একাধিক ঘনিষ্ঠ সুত্র জানায়, আপাতত হচ্ছে না ‘শের খান’। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুট শুরু হওয়ার সম্ভবনা আছে। তবে ঠিক কী কারণে এখন সিনেমাটি হচ্ছে না সে প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটি সুনির্দিষ্ট তথ্য জানায়নি।কিন্তু শাকিব খান বর্তমানে সিনেমার চেয়ে বেশি ব্যস্ত স্টেজ শো ও পার্লার উদ্বোধন নিয়ে।

‘শের খান’ পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য এবং সংলাপ করছেন সানী সানোয়ার নিজেই। মুক্তির পরিকল্পনা ছিল ২০২৩ এর যেকোনো উৎসবে।

Advertisement
Share.

Leave A Reply