fbpx

আফগানিস্তানে জাতিসংঘের গাড়িবহরে হামলা, নিহত ৫

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানে জাতিসংঘের একটি গাড়িবহরে হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তারা সবাই দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য। জাতিসংঘের ওই গাড়িবহরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা।

বৃহস্পতিবার রাজধানী কাবুল থেকে ৬০ কিলোমিটার পূর্বে সুরোবি জেলার তাং-এ-হাব্রেশিম এলাকায় এই হামলা হয়। সংবাদ মাধ্যম আল-জাজিরা এই খবর নিশ্চিত করেছে।

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন এক বিবৃতিতে জানায়, হামলায় তাদের কোনও কর্মী হতাহত হয়নি। এতে তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা আফগান সুরক্ষা সেবা বাহিনীর পাঁচ কর্মী নিহত হয়েছে।

এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দাবি, জঙ্গিগোষ্ঠী তালেবান এই হামলা চালিয়েছে।

গত বছর মার্কিন সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সাথে তালেবান জঙ্গিগোষ্ঠীর চুক্তির পর থেকে আফগানিস্তানে বিদেশি বাহিনী ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা খুব একটা দেখা যায়নি। তবে গত কয়েক সপ্তাহ ধরে সেখানে আবারো হামলা-সহিংসতা বেড়ে গেছে।

 

Advertisement
Share.

Leave A Reply