আফগানিস্তানে আরও এক সংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। ঘোর প্রদেশে বিসমিল্লাহ আদেল আইমাক নামে এই সংবাদ কর্মী নিহত হন। শনিবার এই খবর নিশ্চিত করেছে আফগানিস্তানের সরকার।
এ নিয়ে গত দুই মাসে দেশটির পাঁচজন গণমাধ্যমকর্মী হত্যার শিকার হলেন।
আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ২৮ বছর বয়সী আদেল সাদা-ই ঘোর নামে একটি রেডিও স্টেশনে প্রধান সম্পাদক ছিলেন। স্থানীয় সময় শুক্রবার ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ খো শহরে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
স্থানীয় ডেপুটি গভর্নর জানায়, ২০১৫ সালে তিনি রেডিও স্টেশনটিতে কাজ শরু করেছিলেন।
এই হত্যাকাণ্ডে নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি বলেন, তার সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।
শুক্রবার বিদ্রোহী গোষ্ঠীদের হামলায় এক মানবাধিকার কর্মীও নিহত হয়েছেন। এসব হামলার জন্য জঙ্গি গোষ্ঠী তালেবানকেই দায়ি করছে কর্তৃপক্ষ। তবে গোষ্টীটির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।