fbpx

আফগানিস্তানে বন্দুক হামলায় নিহত ১০ শ্রমিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাইন অপসারণ করা ১০ শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

বুধবার সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, হতহত শ্রমিকরা অলাভজনক সংগঠন হ্যালো ট্রাস্টের হয়ে কাজ করতেন। তারা বাঘলাম প্রদেশের ভূমিতে পুঁতে রাখা মাইন খুঁজে সরিয়ে ফেলেন। একটি মাঠে কাজ করার সময় মুখোশ পরা কয়েকজন হামলাকারী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

আফগানিস্তানের সরকারের দাবি, তালেবান জঙ্গি গোষ্ঠীই এই হত্যাকাণ্ড চালিয়েছে।

তবে হ্যালো ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, ‘স্থানীয় তালেবান জঙ্গিরা আমাদের সাহায্যে এসেছে এবং তারাও হামলাকারীদের ভয় পেয়েছে।’

তালেবান গোষ্ঠীর পক্ষ থেকেও হামার বিষয়ে অস্বীকার করা হয়েছে।

বাঘলান প্রদেশের অনেক জেলাতেই প্রায়ই সরকারি বাহিনী ও তালেবান গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়।

আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কর্তৃপক্ষ বলছে এই ঘোষণার পর থেকেই দেশজুড়ে হামলা বাড়িয়েছে তালেবান গোষ্ঠী।

Advertisement
Share.

Leave A Reply