fbpx

আফগানিস্তান, গান থামাতে বিয়ের অনুষ্ঠানে হামলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে গান বাজানো হলে সেখানে হামলা চালায় বন্দুকধারীরা। এতে নিহত হয়েছে অন্তত দুই জন। আহত হয়েছে ১০ জন। হামলাকারীরা নিজেদের তালেবান সদস্য বলে দাবি করেছে।

তবে তালেবান সরকারের এক মুখপাত্র হামলাকারীদের নিজেদের সদস্য বলে অস্বীকার করেছেন। এরই মধ্যে সন্দেহভাজন তিন হামলাকারীকে আটক করা হয়েছে বলেও জানানো হয়।

এর আগে ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনামলে গান-বাজনা নিষিদ্ধ ছিল। তবে বর্তমান সরকার এখনও এ নিয়ে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এক প্রত্যক্ষদর্শী বলেন, শুক্রবার নানগারহার প্রদেশে এই বিয়ের অনুষ্ঠানে চার জুটির এক সাথে বিয়ে হচ্ছিল। এই অনুষ্ঠানের জন্য স্থানীয় তালেবান নেতার থেকে গান বাজানোর জন্য অনুমতি নেয়া হয়েছিল।
তবে মধ্য রাতে বন্দুকধারীরা জোর করে অনুষ্ঠানের ভেতর ঢুকে লাউডস্পিকার বন্ধ করার চেষ্টা করে। এক পর্যায়ে গুলি চালায় হামলাকারীরা।

তালেবানের ধারণা, জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলা চালিয়ে থাকতে পারে। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিত।

Advertisement
Share.

Leave A Reply