fbpx

আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত সঠিক: মার্কিন প্রেসিডেন্ট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানে আগামী ৩১ আগস্ট মার্কিন সেনাদের কাজ শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটি থেকে যে গতিতে সেনা সরিয়ে নেয়া হচ্ছে সেটিও সমর্থন করেছেন প্রেসিডেন্ট বাইডেন।

চলতি বছর মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই দেশটির বিভিন্ন এলাকায় সহিংসতা বাড়িয়েছে জঙ্গি গোষ্ঠী তালেবান। নিয়ন্ত্রণে নিয়েছে বেশ কয়েকটি এলাকা। এরমধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য এলো।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টুইন টাওয়ারের হামলার পর, গেল ২০ বছর ধরে মার্কিন সেনারা আফগানিস্তানে জঙ্গিবিরোধী যুদ্ধ করে আসছে।

চলতি বছরের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে। এর মধ্যেই বিভিন্ন এলাকা থেকে ধাপে ধাপে সেনা সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে।

Advertisement
Share.

Leave A Reply