fbpx

আবারও আসছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’

Pinterest LinkedIn Tumblr +

করোনার বাধা পেরিয়ে কয়েকদিনের মধ্যেই টেলিভিশনের পর্দায় দেখা যাবে বহুল প্রতীক্ষিত রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতি। ইতিমধ্যেই ওই শোর টিজার প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, আলোয় মোড়া পথ পেরিয়ে হট সিটের দিকে এগিয়ে যাচ্ছেন বলিউডের বিগ বি খ্যাত অভিতাভ বচ্চন। তিনি নিজেই দিলেন সুখবর, জানিয়েছেন কোটিপতি হওয়ার সুযোগ নিয়ে আসছেন তিনি। অমিতাভের কথায়, ‘হট সিট আউর ম্যায় ইনতেজার কর রহে হ্যায় আপকা।’

রিয়েলিটি শোর টিজারটি এরইমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেবিসি’র সম্প্রচার সংস্থা সনি টিভির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ মে থেকেই শো’র রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে। জানা গিয়েছে, গত বছরের মতো এবারও জলসা থেকেই রেজিস্ট্রেশনের প্রশ্নোত্তর পর্বের শুটিং করতে চলেছেন বিগ বি।  এদিকে কেবিসি শুরুর খবরে বেশ খুশি শাহেনশাহ ভক্তরা। নেট পাড়ায় এরইমধ্যে হৈ চৈ শুরু হয়ে গেছে।

উল্লেখ্য, দু’ দশক ধরে শো টি সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। একমাত্র ‘সিজন ৩’ পর্বের  শাহরুখ খান সঞ্চালনা  করেন। গত বছর মহামারী শুরুর পরেই শো’র আগের ফরম্যাট ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রযোজকেরা। সেইমত বদলে গিয়েছিল কেবিসি। পুরোপুরি ডিজিটাল ফরম্যাটের উপরেই ভরসা করতে হয়েছিল।

Share.

Leave A Reply