fbpx

আবারও আসছে পরী-সিয়াম জুটি

Pinterest LinkedIn Tumblr +

বর্তমানে পরীমনি ঢালিউডের সুন্দরী এবং ব্যস্ততম নায়িকা। একের পর এক সিনেমা তাঁর ঝুলিতে যোগ হচ্ছে। আর সিয়াম-পরী জুটি তো সুপার ডুপার হিট। আবারও নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন পরীমনি এবং সিয়াম। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির নাম ‘বায়োপিক’। এটি পরিচালনা করবেন সঞ্জয় সমদ্দার। এটি তার প্রথম সিনেমা। নাট্য নির্মাতা হিসেবে পরিচিত তিনি। সম্প্রতি তার ‘কনক চাপা’ নাটকটি বেশ জনপ্রিয়তা পায়। ঈদের পর শুটিং শুরু হবে ‘বায়োপিক’ সিনেমার।

ছবি: ফেসবুক

পরীমনিকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ২০২০ সালের ডিসেম্বরে। ‘বিশ্বসুন্দরী’তে সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। পরিচালনায় ছিলেন চয়নিকা চৌধুরী। মুক্তির ১৪ সপ্তাহ পর এখনও বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।

পরীমনি এবং সিয়াম আহমেদ অভিনীত ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি এখনও চলছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। ছবি: সংগৃহীত

পরীমনি অভিনীত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। পরীমনি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মওলা, রওনক হাসান, মামুনুর রশীদ, আবুল হায়াত, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবুসহ অনেকে।

Share.

Leave A Reply