fbpx

আবারও আসছে মিঠুন-দেব জুটি

Pinterest LinkedIn Tumblr +

প্রযোজক অতনু রায়চৌধুরী জানিয়েছেন, সব ঠিক থাকলে আগামী দিনে এক ফ্রেমে দেখা যাবে মিঠুন চক্রবর্তী এবং দেবকে।এই ছবি দিয়ে প্রথমবার যৌথ প্রযোজনায় হাত মেলাতে যাচ্ছে দেব প্রাইভেট লিমিটেড এবং বেঙ্গল টকিজ। ছবির পরিচালকচ অভিজিৎ সেন।

আনন্দবাজার ডিজিটালকে অতনু বলেন, ‘পুরোটাই প্রাথমিক স্তরে আছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সব ঠিক থাকলে দুই মহাতারকাকে দর্শক পর্দায় এক সঙ্গে পেতে চলেছেন।’

অতনুর কথায়, দোলের আগের রাতে তিন জনে আড্ডা দিচ্ছিলেন। তখনই মাথায় খেলে যায় এই পরিকল্পনা। প্রাথমিক ভাবে তাতে সায় আছে সবার।

দেব এবং অতনুর প্রথম কাজ ‘সাঁঝবাতি’। লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় দেবের সহশিল্পী ছিলেন পাওলি দাম। তবে এই ছবির নায়িকা কে হবেন তা এখন স্পষ্ট করেননি অতনু।

এদিকে, ২০১৫ তে সুরিন্দর ফিল্মসের ‘হিরোগিরি’তে প্রথম মিঠুন-দেবকে এক ছবিতে দেখতে পেয়েছিল দর্শক। এরপর তাদেরকে আর একসাথে দেখা যায়নি।

Share.

Leave A Reply