fbpx

আবারও এইচএসসির ফরম পূরণ শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আবারও উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। রবিবার (২৪ অক্টোবর) থেকে শিক্ষার্থীদের ফরম পূরণে প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা ৩১ অক্টোবর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। যেসব শিক্ষার্থী এসএমএস পাবেন, তারা আগামী ২ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের ফি পরিশোধ করতে পারবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় ২৪ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এবং শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এ সময় শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায় প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে বলেও জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, গত ১২ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। পরে সময় বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়। তৃতীয় দফায় এই সময় ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। এবার এই সময় আবারও বাড়ানো হয়েছে।

আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, যা শেষ হবে ৩০ ডিসেম্বর।

Advertisement
Share.

Leave A Reply