fbpx

আবারও কমলো আলু, পেঁয়াজ ও ডিমের দাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আলু ও পেয়াজের বাজারে যেনো চলছে দাম কমা বাড়ার খেলা। এক সপ্তাহে দাম বাড়লে কমছে তার পরের সপ্তাহে।

গেল সপ্তাহে কেজিতে ১০ টাকা বাড়লেও আবারও কমেছে আলুর দাম। সেই সঙ্গে পেঁয়াজ ও ডিমের দামও কমেছে। পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে। আর ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

অন্যদিকে সরবরাহ বেড়েছে সব ধরনের শীতকালীন সবজির। তবে সপ্তাহের ব্যবধানে শিমের দাম কিছুটা বেড়ে মানভেদে কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২০ থেকে ৩০ টাকা। এছাড়া ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা,শালগম ইত্যাদি বেশিরভাগ সবজি কেজি প্রতি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে চড়া দামে বিক্রি হচ্ছে বরবটি ও টমেটো।

বাজার ঘুরে দেখা গেছে, পুরাতন আলু কেজিতে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। আর নতুন আলুর দাম কমে ৪০ থেকে ৪৫ টাকায় চলে এসেছে। গেল সপ্তাহে যার দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা।

আলুর দাম কমা প্রসঙ্গে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, আলুর সরবরাহ কম থাকায় গত সপ্তাহে দাম একটু বেড়েছিল। এখন আবার আলুর সরবরাহ বেড়েছে। এ কারণে দামও কমেছে। কিছুদিনের মধ্যে নতুন আলুর দাম আরও কমবে বলেও জানান তারা।

এছাড়া পেঁয়াজের দামও কিছুটা কমেছে। গত সপ্তাহে ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হওয়া দেশি পেঁয়াজের দাম কমে ৫০ থেকে ৬০ টাকা হয়েছে। আর আমদানি করা পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে যার দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা।

একই সঙ্গে স্বস্তি দিচ্ছে ডিমও। সপ্তাহ ব্যবধানে ডিমের দাম ডজনে ১০ টাকা কমেছে। বাজারে ডজন প্রতি ডিম এখন বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। গত সপ্তাহে যার দাম ছিল ডজনপ্রতি ৯৫ টাকা।

এদিকে সবজির বাজার ঘুরে দেখা গেছে, শিমের দাম বাড়লেও অন্যান্য সবজির দাম অপরিবর্তিত রয়েছে । ফুলকপি ও বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। মুলা কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা, বড় লাউ ৪০ টাকা, গাজর ৪০ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

পাশাপাশি বেগুন ৩০ থেকে ৪০ টাকা, উস্তে ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা ও পটল ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তবে এখনো চড়াও পাকা টমেটো ও বরবটির বাজার। পাকা টমেটো ৮০ থেকে ১০০ আর বরবটি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, মূলত বাজারে সবজির সরবরাহ বাড়ায় সাধারণ মানুষের নাগালে এসেছে এই সবজি বাজার। এখন সাশ্রয়ী দামেই ক্রেতারা শিম, আলু, ফুলকপি, লাউ, বাঁধাকপি কিনতে পারছেন। তবে টমেটো ও গাজরের দাম একটু চড়া। কিছুদিনের মধ্যেই তা নাগালের মাঝে আসবে বলে আশা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।

Advertisement
Share.

Leave A Reply