fbpx
BBS_AD_BBSBAN
২৯শে নভেম্বর ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

আবারও দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ২৪৭ জন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আবারও সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেখলো দেশ। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৭ জন। এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ হাজার ৫২১ জনের।

মৃতদের মধ্যে পুরুষ ১৪১ ও নারী ১০৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৭২, চট্টগ্রাম বিভাগে ৬১, খুলনা বিভাগে ৪৬ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল পর্যন্ত সারাদেশের ৬৩৯ টি পরীক্ষাগারে ৫০ হাজার ৯৫২ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত করা গেছে ১৫ হাজার ১৯২ জনের দেহে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৮২৭।

একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন রোগী।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এর পরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply