fbpx
BBS_AD_BBSBAN
১লা ডিসেম্বর ২০২৩ | ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

আবারও বুলেটে প্রাণ গেল মিয়ানমারে ৫ বিক্ষোভকারীর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চূড়ান্ত মাত্রায় বুলেটে ভর করেছে মিয়ানমারের সামরিক জান্তা। সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে গুলি চলেছে আবারও। এতে নিহত হয়েছেন পাঁচজন। বৃহস্পতিবার (১১ মার্চ) দেশটির মিয়াইংয়ে শহরে এ প্রাণহানির ঘটনা ঘটে। একজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যম থেকে পাওয়া এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মিয়াইং হাসপাতালের এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানান, পাঁচজনকে মৃত ঘোষণা করেছেন দায়িত্বরত চিকিৎসকেরা। আরো এক ব্যক্তি অচেতন অবস্থায় আছেন। তিনি বেঁচে আছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বৃহস্পতিবার মিয়াইংয়ে শহরে ৫ জন নিহত হয়েছেন বলে একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। মিয়ানমারের সর্বময় ক্ষমতা কুক্ষিগত করেন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। গ্রেপ্তার করা হয় স্টেট কাউন্সেলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে। একাধিক মামলায় জড়ানো হয় তাদের।

এরপর থেকে জান্তাবিরোধী টানা বিক্ষোভ চালিয়ে আসছেন মিয়ানমারের জনগণ।

Advertisement
Share.

Leave A Reply