fbpx
BBS_AD_BBSBAN
২৯শে নভেম্বর ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

আবারও ভারতে গেল মিস ইউনিভার্সের মুকুট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দীর্ঘ ২১ বছর পর আবারও মিস ইউনিভার্সের খেতাব গেলো ভারতে। ‘মিস ইউনিভার্স’ এর মুকুট জিতলেন ভারতের পঞ্জাবী সুন্দরী হারনাজ সান্ধু। এর আগে ২০০০ সালে এই খেতাব জিতেছিলেন পঞ্জাবের লারা দত্ত। তার আগে বঙ্গতনয়া সুস্মিতা সেন। সান্ধু তৃতীয় ভারতীয় যিনি ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’ হলেন।

১২ ডিসেম্বর রাতে ৭০তম মিস ইউনিভার্স এর আসর বসেছিলো ইজরাইলের এইলাটে। সেখানেই  প্যারাগুয়ের নাদিয়া  ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পিছনে ফেলে ২১ বছরের সুন্দরী হারনাজ সেরার মুকুট ছিনিয়ে  নেন।

আবারও ভারতে গেল মিস ইউনিভার্সের মুকুট

ছবি: টুইটার

Advertisement
Share.

Leave A Reply