fbpx

আবারও রবীন্দ্রনাথের চরিত্রে পরমব্রত

Pinterest LinkedIn Tumblr +

ভারতীয় পরিচালক সায়ন্তন ঘোষালের ‘আজি হতে শতবর্ষ পরে’ সিনেমায় রবিন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয়  করবেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। কবির বিভিন্ন বয়সের লুকে দেখা যাবে এই অভিনেতাকে।

পরমব্রত এর আগে সুমন ঘোষ পরিচালিত ‘কাদম্বরী’ সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করেছিলেন।

‘আজি হতে শতবর্ষ’ সিনেমার কাহিনি এগিয়েছে একটি খুনের রহস্যকে ঘিরে। কবির লন্ডনে কাটানো সময়কাল ও ঘটনা তুলে ধরা হবে সিনেমায়। সেই সময়ের সাথে এই সময়ের একটি রহস্যকাহিনি যুক্ত করা হবে। অতীত ও বর্তমান দুটি ট্র্যাকে এগোবে গল্প। অভিনেতা গৌরব চক্রবর্তীকে দেখা যাবে বর্তমান কাহিনির প্রধান চরিত্রে।

‘কাদম্বরী’ সিনেমায় রবীন্দ্রনাথের চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

একজন সাংবাদিকের চরিত্রে থাকছেন অভিনেত্রী তনুশ্রী  চক্রবর্তী। এছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন ঋদ্ধি সেন, কৌশিক সেন প্রমুখ অভিনেতা।

ছবির প্রযোজক এস কে মুভিজ। সিনেমার শুটিং শুরু হবে দুর্গা পূজার পর থেকে। লন্ডন ও কলকাতার  বিভিন্ন জায়গায় শুটিং করার কথা রয়েছে। সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে আগামী বছর।

Share.

Leave A Reply